পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় এক দৃষ্টি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে মাহবুব আলম আবু নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই তরুণী প্রায় সাড়ে ৮ মাসের অন্তঃসত্ত্বা। ওই যুবক গত কয়েক মাস ধরে ধর্ষণ করে আসছে বলে জানিয়েছেন ওই তরুণী। এ ঘটনায় তরুণীর বাবা রবিবার রাতে বাদী হয়ে তেতুলিয়া থানায় মামলা দায়ের করেছেন। ওই তরুণী আবুর বাড়িতে গত দশ বছর ধরে কাজ করতো।
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর ধরে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের জয়নাল আবেদীনের বাড়িতে কাজের মেয়ে হিসেবে কাজ করে আসছিল দৃষ্টি প্রতিবন্ধী ওই তরুণী। এই সুযোগ নিয়ে জয়নালের ছেলে মাহবুব আলম আবু দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক তৈরি করে তরুণীটির সাথে। সে ওই প্রতিবন্ধী তরুণীকে একাধিকবার ধর্ষণ করে। বিষয়টি না বলার জন্য ওই তরুণীকে ভয়ভীতি দেখায় আবু। এক পর্যায়ে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
ওই ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, একটা প্রতিবন্ধী মেয়েকে অন্তঃসত্ত্বা করার পর আবার তাকে ঘরবন্দি করে রাখা জঘন্য অপরাধ। তারা বিষয়টি বিভিন্ন মাধ্যমে সমাধান করার চেষ্টা করে। কিন্তু মা-সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে আমরা সুষ্ঠু বিচার চাই। একই সাথে মেয়েটিকে স্ত্রীর মর্যাদা দেয়া হোক।
ওই তরুণীর পরিবারের সদস্যরা বলেন, ঘটনাটি জানার পর আবুর পরিবারের সাথে তাদের সাথে কথা হয়। কিন্তু দরিদ্র পরিবারের মেয়ে ও প্রতিবন্ধী হওয়ায় তারা মেয়েকে গ্রহণ করছেন না। আমরা এ ঘটনার সঠিক বিচার চাই।
এদিকে প্রতিবেশীরা বলছেন, আইনের মাধ্যমে যেন ওই ছেলের হাতে মেয়েকে তুলে দেয়া হয়।
এ বিষয়ে অভিযুক্ত ধর্ষক মাহবুব আলম আবুসহ তার বাবা জয়নালের সাথে যোগাযোগ করা হলেও ফোনে পাওয়া যায়নি।
তেতুলিয়া থানার অফিসার ইনচার্জ আবু সায়েম মিঞা মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, দ্রুত আসামিদের গ্রেফতার করা হবে।
বিডি প্রতিদিন/এএম