ফরিদপুরে ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। এই নির্বাচনে ঘারুয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মুনসুর আহম্মেদের (আনারস প্রতীক) সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছে। এ ব্যাপারে ভাঙ্গা থানায় মামলা দায়ের হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী মুনসুর আহম্মেদ বলেন, বুধবার সন্ধ্যার একটু আগে ঘারুয়া ইউনিয়নের রাজেশ্বরদী গ্রামের ১০/১২ জন কর্মী আমার আনারস প্রতীকে ভোট চাইতে পাশের হাজরাকান্দা গ্রামে যায়। এ সময় স্বতন্ত্র প্রার্থী ফিরুজুর রহমানের কর্মীরা আমার কর্মীদের উপর অতর্কিত আক্রমণ চালায়। কুপিয়ে ও পিটিয়ে তিনজনকে আহত করে। আহত সেন্টু চোকদার (৪৫) ও হান্নান হাওলাদারকে (৪৩) গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। অপর আহত বাপ্পি হাওলাদারকে (৪০) মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী ফিরুজুর রহমান বলেন, আমার কোনো কর্মী আনারস প্রতীকের কর্মীদের ওপর হামলা করেনি। শুনেছি এক মেম্বার প্রার্থীর কর্মীদের সাথে তাদের হাতাহাতির ঘটনা ঘটেছে।
ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ মন্ডল জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এমআই