পিরোজপুরে যুবলীগ নেতা ফয়সাল মাহবুব শুভর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে পিরোজপুর জেলা যুব মহিলালীগ। বৃহস্পতিবার বেলা ১১টায় সদর রোডে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলা যুব মহিলা লীগের সভাপতি মুনিরা আক্তার এ্যানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মমতাজ বেগম, সহসভাপতি রিনা বেগম, শিবানী দেবনাথ, সাংগঠনিক সম্পাদক খন্দকার লাভলী, প্রচার সম্পাদক শামিমা সুলতানা রোজি, সদস্য শাহানাজ চৌধুরী, মারুফা আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় জেলা, পৌর ও বিভিন্ন উপজেলা যুব মহিলালীগের অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ