২৯ নভেম্বর, ২০২১ ০০:২৩

সিরাজগঞ্জে নৌকা ১৪, বিদ্রোহী ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে নৌকা ১৪, বিদ্রোহী ৩

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের দুই উপজেলার ১৯ ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে দু'জন ছাড়া ১৭ ইউপিতে জনগণের ভোটে ১৪ জন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও তিনটিতে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।

উল্লাপাড়ার ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ীরা হলেন-কয়রা ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, রামকৃষ্ণপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিরো, বড় পাঙ্গাসী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হুমায়ুন কবির লিটন, সলপ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইঞ্জি. শওকত ওসমান, হাটিকুমরুল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হেদায়েতুল আলম রেজা, সলঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোকলেছুর রহমান তালুকদার, পঞ্চক্রোশী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফিরোজ উদ্দিন, পূর্নিমাগাতী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল ইসলাম তপন, লাহেড়ী মোহনপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ মোক্কা, বাঙ্গালা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোহেল রানা, উধুনিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম, দুর্গানগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আফছার উদ্দিন এবং উল্লাপাড়া সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু সালেক।

বেলকুচি উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হলেন-রাজাপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী সোনিয়া সবুর আকন্দ, বড়ধুল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আছির উদ্দিন, ভাঙ্গাবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী জহুরুল ইসলাম ও ধুকুরিয়াবেড়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হেলাল উদ্দিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর