শিরোনাম
৩০ নভেম্বর, ২০২১ ১৮:৩৯

সোনাতলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সোনাতলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সোনাতলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ।

বগুড়ার সোনাতলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোনাতলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রবি/২০২১-২২ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমূখী, শীতকালীন পিয়াজ, মুগ ও মসুর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়।

মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লীটন।

আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মাসুদ আহম্মেদ ও উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আবু লায়েছ হোসেন নাহিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রবিউল ইসলাম। এদিন উপজেলার ১১০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর