২ ডিসেম্বর, ২০২১ ১৮:১৮

কুয়েট শিক্ষক সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় জরুরি সিন্ডিকেট সভা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

কুয়েট শিক্ষক সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় জরুরি সিন্ডিকেট সভা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক ড. মো. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায়
জড়িতদের শাস্তির দাবিতে একাডেমিক কার্যক্রম বর্জন করেছে শিক্ষক সমিতি। উদ্ভূত পরিস্থিতিতে জরুরি সিন্ডিকেট সভা শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিকাল ৩টায় সিন্ডিকেটের সভা শুরু হয়। 

এদিকে শিক্ষক সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুতে জড়িতদের শাস্তির দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছে ইলেট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। তারা একই সাথে অবস্থান কর্মসূচি থেকে রাজনীতিমুক্ত ও নিরাপদ ক্যাম্পাস দাবি করছেন।   

এর আগে বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসের দুর্বার বাংলার পাদদেশে প্রতিবাদ সভা করে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। এতে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি প্রতীক চন্দ্র বিশ্বাস। শিক্ষকরা বলছেন, ড. মো. সেলিম হোসেনের মৃত্যু কোন অবস্থায় স্বাভাবিক ঘটনা নয়। তাকে মানসিকভাবে বিপর্যস্ত করার মধ্যে দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। কুয়েট ভিসি অধ্যাপক ড. কাজী সাজ্জাদ হোসেন জানান, উদ্ভূত পরিস্থিতিতে সিন্ডিকেটের সভা আহবান করা হয়েছে। সেই সভায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 

শিক্ষক-শিক্ষার্থীরা জানান, শিক্ষক অধ্যাপক ড. মো. সেলিম হোসেন মৃত্যুর আগে লাঞ্ছনার শিকার হয়েছিলেন। মঙ্গলবার দুপুর ৩টার দিকে মো. সেলিম হোসেন হার্ট অ্যাটাকে মারা যান। কুয়েটের লালন শাহ হলের ডিসেম্বর মাসের খাদ্য ব্যবস্থাপক (ডাইনিং ম্যানেজার) নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ ওঠে ক্যাম্পাসের একটি ছাত্র সংগঠনের বিরুদ্ধে। তারা হলের প্রভোষ্ট সেলিম হোসেনকে নিয়মিত হুমকি দিতো তাদের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করার জন্য।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তারা ক্যাম্পাসে ড. সেলিম হোসেনের গতিরোধ করে। পরে ওই শিক্ষককে তড়িৎ প্রকৌশল ভবনে তার ব্যক্তিগত কক্ষে এনে আনুমানিক আধা ঘণ্টা রুদ্ধদার বৈঠক করেন। পরে ড. সেলিম হোসেন দুপুরের খাবারের জন্য বাসায় যান। এরপর দুপুর আড়াইটার দিকে তার স্ত্রী লক্ষ্য করেন, সেলিম হোসেন বাথরুম থেকে বের হচ্ছেন না। এরপর দরজা ভেঙে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর