বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে সমাবেশ করেছে জয়পুরহাট জেলা ছাত্রলের নেতৃবৃন্দ। আজ শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শামছুল হক, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, আব্দুল ওয়াহাব, শহর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোক্তাদুল হক আদনান জয়পুরহাট সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিপন আহমেদ, কলেজ ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম রেজা, সদস্য সচিব পিয়াস আহমেদসহ প্রমুখ।
এসময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান বক্তারা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত