নোয়খালীতে রেড ক্রিসেন্ট সোসাইটির ৪৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা ইউনিটের নির্বাহী কমিটির সদস্য আবু তাহেরের সভাপতিত্বে শনিবার দুপুরে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ইউনিটের সাধারন সম্পাদক এডভোকেট শিহাব উদ্দিন শাহিন।
এছাড়া আরো বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের উপ-পরিচালক আবদুল করিম, নির্বাহী কমিটির সদস্য এডভোকেট ওমর ফারুক, সাবেক অধ্যক্ষ কাজী মোহাম্মদ রফিক উল্লাহ , এভোকেট খসরু, সামসুল হাসান মীরন ও আকবর হোসেন সোহাগ। এই সময় বক্তারা আজীবন সদস্য সংখ্যা খুবই কম থাকায় ও ঠিকমত চিঠি না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেন এবং তাদের উপস্থিতি বাড়ানোর জন্য সোসাইটির কর্মকর্তাদের প্রতি আহবান জানান।
বিডি প্রতিদিন/এএম
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        