৫ ডিসেম্বর, ২০২১ ১৩:১৯

সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধাদের টেলিভিশন উপহার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধাদের টেলিভিশন উপহার

স্বাধীনতার সুবর্নজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে সিরাজগঞ্জে ১০ জন বীর মুক্তিযোদ্ধাকে ১০টি এলইডি টেলিভিশন উপহার দেয়া হয়েছে। রবিবার সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে শহীদ শামসুদ্দীন সম্মেলন কক্ষে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের হাতে টেলিভিশন তুলে দেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। এসময় ফেয়ার গ্রুপের হেড অব কমিউনিকেশন অফিসার হাসনাইন খুরশীদ, গভর্মেন্ট রিলেশন অফিসার মারুফ মেহেদী ও সদর উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি ও প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন। 

ফেয়ার গ্রুপের হেড অব কমিউনিকেশন অফিসার হাসনাইন খুরশীদ জানান, ফেয়ার গ্রুপ ও নাবিহা রাইসা ফাউন্ডেশনের চেয়ারম্যান রুহুল আলম মাহবুব-এর সহায়তা এবং অর্থ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদারের উদ্যোগে স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে দেশের সুর্য্য সন্তান ১০ জন বীরমুক্তিযোদ্ধাকে সম্মাননা স্বরুপ ৪৪ ইঞ্চির ১০টি এলইডি টেলিভিশন উপহার দেয়া হয়েছে। এছাড়াও গ্রুপটির উদ্যোগে জেলার ভূমি ও ঘরহীন ৪২ জন পরিবারকে ঘর নির্মাণ এবং করোনাকালীন সংকটে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ব্যবসার পাশাপাশি দেশের উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করাই গ্রুপটি উদ্দেশ্যে বলে তিনি জানান। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর