পতাকা বিক্রি করে সংসার চলে পতাকা ফেরিওয়ালা বিল্লাল হোসেনের। গাজীপুরের কালিয়াকৈরে তিনি ভ্রাম্যমাণ পতাকা বিক্রেতা। তার বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বানিয়াচং এলাকায়।
কোনাবাড়ির একটি বাসা ভাড়া থেকে কোনাবাড়িসহ কালিয়াকৈর উপজেলার বিভিন্ন অলিগলিতে পতাকা বিক্রি করেন তিনি। বছরের ১১ মাস বিভিন্ন এলাকায় কসমেটিক ফেরিওয়ালা তিনি। কিন্তু ডিসেম্বর মাস আসলেই পতাকা বিক্রি শুরু করেন।
বিল্লাল হোসেন বলেন, আমার এক এক মেয়ে তিন ছেলে নিয়ে সংসার। অভাবের টানাটানিতে গাজীপুরের কোনাবাড়ীতে বাসা ভাড়া থেকে পতাকা বিক্রি করি। ডিসেম্বর মাসের প্রথম দিন থেকেই গাজীপুরের উপজেলা কালিয়াকৈরে বিভিন্ন এলাকায় পতাকা বিক্রি করি। বড় পতাকা ১২০ থেকে ১৫০ টাকা, মাঝারি পতাকা ৭০-৯০ টাকা, ছোট পতাকা ৩০ থেকে ৪০ টাকা এবং হাত পতাকা ২০ থেকে ২৫ টাকায় বিক্রি করি।
তিনি আরো জানান, প্রতিদিন ১২শ থেকে ১৫শ টাকা পতাকা বিক্রি করেন। তাতে আয় হয় ৫শ থেকে সাড়ে ৫ শত টাকা। এই দিয়ে কোনোভাবে সংসার চলে যায়।
বিডি প্রতিদিন/হিমেল