মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক বিরোধী অভিযান চালিয়ে হেরোইনসহ চার যুবককে আটক করেছে। আজ তাদের আটক করে। আটককৃতরা হলো মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের আবদুল কাদেরের ছেলে আরিফুল ইসলাম, একই গ্রামের জামান আলীর ছেলে আলশাহরিয়ার, বামন পাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে তুহিন শেখ ও মানারুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নান জানান, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে আমদাহ গ্রামে অভিযান চালিয়ে ওই ৪ যুবককে আটক করে। তাদের কাছ থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম