চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্বামী-স্ত্রীকে বেঁধে রেখে ৭টি গরু ডাকাতির ঘটনায় ৬ ডাকাতকে গ্রেফতারসহ ৫টি গরু উদ্ধার করেছে পুলিশ-ডিবি। সোমবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাতরা হচ্ছেন, জেলার গোমস্তাপুর উপজেলার রাইহোগ্রামের মাইনুল ইসলামের ছেলে মো. মিলন হোসেন ওরফে মিলন (৩২), একই উপজেলার মিরাপুর পাথরপুজা গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. নুরুজ্জামান (৩৮), একই উপজেলার বংপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. রহমত আলী (৩২), বাঙ্গাবাড়ি ইউনিয়নের শ্যামপুর গ্রামের গোলাম কাদিরের ছেলে মো. মুনসুর আলী (৪৫), জেলার শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের ডুগলিভান্ডার গ্রামের ইশারুদ্দিনের ছেলে মো. কুরবানী আলী (২৮) এবং জয়পুরহাট জেলার রাঘবপুর মুন্নাপুকুরপাড় এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে মো. মানিক (৩০)।
আজ দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেসব্রিফিংকালে এ তথ্য জানান পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, ডাকাতি ঘটনার সাথে জড়িতসহ লুন্ঠিত গরু উদ্ধারে ডিবি পুলিশ ও থানা পুলিশ ৭২ ঘন্টা যৌথভাবে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাত সদস্যদের স্বীকারোক্তীনুযায়ী এক গরু ব্যবসায়ীর কাছ থেকে লুন্ঠিত ৫টি গরু উদ্ধার করা হয়। ডাকাতিতে ব্যবহৃত ১টি যান এবং ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেফতারসহ আরও ২টি লুন্ঠিত গরু উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, শুক্রবার (৩ ডিসেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর গ্রামের একটি খামার থেকে ৭টি গরু নিয়ে যায় ডাকাতরা।
বিডি প্রতিদিন/এএম