মেহেরপুরের বীর মুক্তিযোদ্ধা কাজী মমিনুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার মেহেরপুর হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে, হোটেল বাজার জামে মসজিদের সামনে তার মরদেহে গার্ড অব অনার প্রদান করা হয়।
মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এর আগে মরদেহ জাতীয় পতাকায় আচ্ছাদিত করে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় অন্যদের মধ্যে সদর থানার ওসি শাহ দারা খান, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আব্দুল মালেকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মেহেরপুর শহরের শহীদ গফুর সড়কের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা কাজী মমিনুল ইসলাম সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মরহুম বীর মুক্তিযোদ্ধা মমিনুল ইসলাম স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিডি প্রতিদিন/এমআই