দিনাজপুরের বিরলে শিশুকে ধর্ষণের পর হত্যাচেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও দ্রুত বিচারের দাবিতে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা।
মঙ্গলবার মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি কানিজ রহমান ও সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, মহিলা পরিষদ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছে যে, জেলায় নারীর ওপর পাশবিক নির্যাতন বেড়েই চলেছে। এ ধরনের ঘটনাগুলোর সুষ্ঠু বিচার না হওয়ায় এর ভয়াবহতা বাড়ছে।
সম্প্রতি বিরলের একটি গ্রামের শিশু কন্যাকে ধর্ষণের পর হত্যার উদ্দেশ্যে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়। শিশুটি বর্তমানে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছে।
মহিলা পরিষদ মনে করে এই জাতীয় অপকর্মের উপযুক্ত বিচার এবং শাস্তি নিশ্চিত হলে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। ধর্ষণ ও হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, সবাইকে আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
মহিলা পরিষদের নেতৃবৃন্দ বিরল উপজেলায় ঘটে যাওয়া ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
দিনাজপুর পুলিশ সুপারের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মমিনুল করিম। স্মারকলিপি প্রদানের সময় দিনাজপুর মহিলা পরিষদের সহ-সভাপতি মিনতি ঘোষ, সহ-সাধারণ সম্পাদক মনোয়ারা সানু ও আন্দোলন সম্পাদিকা গৌরী চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই