ডা. মুরাদ হাসান ইস্যুতে জামালপুরে জরুরি সভা আহ্বান করেছে জেলা আওয়ামী লীগ। তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক।
মঙ্গলবার বিকেলে এই সভা হওয়ার কথা রয়েছে।
ডা. মুরাদকে জেলা আওয়ামী লীগের কমিটি থেকে বাদ দেওয়া বা বহিষ্কার করা হচ্ছে কিনা এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে জেলাজুড়ে।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ জানান, আসছে বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভার পাশাপাশি এজেন্ডা হিসেবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানও রয়েছে।
এদিকে, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে ডা. মুরাদ হাসানের পদত্যাগের খবরে তার নির্বাচনী এলাকা জামালপুরের সরিষাবাড়ীতে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন