নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের উত্তরা ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মজিবর রহমান কবিরাজ (৬৫)। তিনি উপজেলার কুসুম্বা শিলালপাড়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, মহাসড়কের উত্তরা ডিগ্রি কলেজের সামনে মজিবর রহমানকে বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেল ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে মাইনুর ইসলাম জানান, বাবা মজিবুর রহমান পেশায় একজন কবিরাজ। সকালে খাওয়া দাওয়া করে মোটরসাইকেল নিয়ে রোগী দেখার জন্য ছোটমুল্লুক গ্রামে যাচ্ছিলেন। পথে উল্লেখিত স্থানে দুর্ঘটনার শিকার হয়ে মারা যান তিনি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, অভিযোগ না থাকায় মজিবর রহমানের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম