৭ ডিসেম্বর, ২০২১ ১৯:২৬

ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মশালা

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মশালা

ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মশালা।

ঝালকাঠিতে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা ও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ে সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালীর সভাপতিত্বে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ওরিয়েন্টেশন কর্মশালায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল নিয়ে বিষদ আলোচনা করা হয়।

এ বছর জেলায় ৬ থেকে ১১ মাস পর্যন্ত ১২ হাজার ৮০০ শিশুদের নীল রংয়ের এবং ১ থেকে ৫ বছরের ৯০ হাজার ৫ শত শিশুকে লাল রংয়ের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সভায় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর