মেহেরপুরের গাংনীতে ডিবি পুলিশের অভিযানে ৬০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তারা হলেন- গাংনী উপজেলার কাজীপুর গ্রামের মধ্যপাড়ার সেন্টু আলীর ছেলে আলফাজ উদ্দীন (৪০) ও একই গ্রামের আছিম উদ্দীনের ছেলে ইমরান হোসেন (২২)।
শুক্রবার সন্ধ্যার দিকে মেহেরপুর জেলা ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কাজীপুর গ্রামের আলম বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করে।
ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডর নেতৃত্বে কাজীপুর গ্রামের আলম বাজারে ডিবির একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে আলফাজ ও ইমরানকে ৬০ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটককৃত ২ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।
অন্যদিকে মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালিয়ে হেরোইনসহ লালন শেখকে আটক করেছে। লালন শেখ মেহেরপুর পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ড নতুন পাড়ার আবুল কাশেমের ছেলে।
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নান জানান, উপ-পরিদর্শক খসরু আল মামুনসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা নতুনপাড়ায় অভিযান চালান। এসময় লালনকে ২ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর