কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলনকে সভাপতি ও সাংবাদিক প্রদীপ কুমার সরকারকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দ্বি-বার্ষিক সম্মেলনে এই কমিটি গঠন করা হয়।
সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও পূজা উদযাপন পরিষদের পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জে. এল ভৌমিক। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন সম্মেলনের উদ্বোধক জে. এল ভৌমিক, প্রধান বক্তা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ড. চন্দ্রনাথ পোদ্দার, বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুভাশীষ বিশ্বাস সাধন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাগর হালদার, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট শাহ আজিজুল হক, কিশোরগঞ্জ কালীবাড়ি কমিটির সভাপতি এডভোকেট বিজয় শংকর রায় প্রমুখ। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ দত্ত প্রদীপ।
দ্বি-বার্ষিক সম্মেলনে ভোটের মাধ্যমে বর্তমান সভাপতি এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলনকে আবারও সভাপতি ও বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকারকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের নতুন জেলা কমিটি গঠন করা হয়। জেলা, উপজেলা, পৌর শাখাসহ বিভিন্ন শাখা কমিটির কর্মকর্তাদের উপস্থিতিতে দ্বিতীয় অধিবেশনে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।
জেলার ১৩টি উপজেলা থেকে প্রতিনিধি ও শুভানুধ্যায়ীরা সম্মেলনে অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর