টাঙ্গাইলে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হলো শহীদ মুক্তিযুদ্ধ জাদুঘর। বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল আলম শহীদের প্রথম মৃত্যুবার্ষিকীতে গতকাল শুক্রবার (১০ ডিসেম্বর) জাদুঘরের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা, টাঙ্গাইল জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ফারুক।
জানা যায়, এ জাদুঘরটি আনোয়ার উল আলম শহীদ নিজে প্রথমে শহরের পুরাতন বাসস্ট্যান্ডের কাছে পৈত্রিক বাড়িতে অস্থায়ীভাবে প্রতিষ্ঠা করেন। পরে এটি শহরের কষ্টাপাড়াতে স্থায়ীভাবে নির্মাণ করেন। এটির নির্মাণ কাজ অসমাপ্ত রেখেই গত বছরের দশ ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন। পরে তার সহধর্মিনী ডা. সাইদা খান নির্মাণ কাজ সমাপ্ত করেন। বীর মুক্তিযোদ্ধা শহীদের প্রথম মৃত্যুবার্ষিকীতে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এটি বাংলাদেশে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত একমাত্র মুক্তিযুদ্ধ জাদুঘর।
এ উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় আনোয়ার উল আলম শহীদের কর্মজীবনের উপর স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক, শহীদের দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধু কর্নেল অব: সারোয়ার হোসেন মোল্লা, সাবেক রাষ্ট্রদূত কামাল উদ্দিন, সাংবাদিক ও সেক্টর কমান্ডার্স ফোরামের সাধারণ সম্পাদক হারুন হাবীবসহ মুক্তিযোদ্ধাগন। স্মৃতিচারণ অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। সবাই আনোয়ার উল আলম শহীদকে শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করেন। পরে দোয়া মাহফিলে বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ