নাটোরের গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারের রসুনের আড়তে কাজে ফাঁকি দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ ৯ জন আহত হয়েছেন।
রবিবার সন্ধ্যার দিকে গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় খলিফাপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মৃত মতি মোল্লার ছেলে মাসুদ (৪৮), শামীম (৪৪) ও আকলিমা (২৫) গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। বাকি ছয়জন সাবেক কাউন্সিলর নিজাম উদ্দিন বাবু (৪০), রবিউল করিম (৩৫), নাজিমুদ্দিন (৪২), শাকিব (১৪), নাদিম (২৩) ও বাবুল মোল্লা (৪৫) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, খলিফাপাড়া মহল্লার বাবুল মোল্লার ছেলে নয়ন (১৮) ও প্রতিবেশী হাফিজুল মুন্সির ছেলে হাবিবুল (১৭) মুন্সির সাথে আড়তে কাজে ফাঁকি দেওয়ার বিষয়কে কেন্দ্র করে ঝগড়া বিবাদের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ব্যাপারে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/কালাম