প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করায় বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে নাটোরে ঝাড়ু মিছিল করেছে জেলা যুব মহিলা লীগ।
আজ সকালে শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে ঝাড়ু মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে মহিলা যুবলীগের নেতা-কর্মীরা।
মিছিল শেষে নাটোর প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে বক্তৃতা করেন জেলা যুব মহিলা লীগের সভাপতি আঞ্জুমান আরা পপি, সদর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শেফালী বিজলী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল