পটুয়াখালীর কলাপাড়ায় নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থীসহ তিন জনকে সাড়ে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া তিন মোটরসাইকেল চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল রবিবার দিবাগত রাত আটটার দিকে উপজেলার চাকাইয়া ইউনিয়নের এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল।
ভ্রাম্যমাণ আদালতের বেঞ্জ সহকারী উবাচু জানান, দেয়ালে পোস্টার লাগানো, বৈদ্যুতিক খুঁটিতে পোস্টার লাগানো, বাড়তি নির্বাচনী ক্যাম্প স্থাপন ও নির্বাচনী ক্যাম্পে লাউড স্পিকার ব্যবহারের দায়ে নৌকা মার্কার প্রার্থী মো. হুমায়ুন কবির কেরামতকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া দেয়ালে পোস্টার লাগানোর দায়ে মোজাম্মেলকে ৫ হাজার টাকা ও একই অভিযোগে ৬ নম্বর ওয়ার্ডের মোরগ মার্কার পদপ্রার্থী আনিসুর রহমানের সমর্থক বাদলকে ৫০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে তিন মোটরসাইকেল চালককে সড়ক পরিবহন আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/আবু জাফর