বান্দরবান পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) এর এক নেতাকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত পুশৈ থোয়াই মারমা (৪০) পিসিজেএসএস-এর বান্দরবান সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
স্থানীয় সূত্রে খবর পেয়ে আজ সোমবার সকালে সদর উপজেলার আমতলী এলাকায় একটি পাহাড়ে মাটি খুঁড়ে পুলিশ পুশৈ থোয়াই মারমার লাশ উদ্ধার করে।
বান্দরবান সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, গতকাল রবিবার সন্ধ্যায় সদর উপজেলার চেমী ডলুপাড়া বাজার থেকে তাকে উঠিয়ে নিয়ে যায় সশস্ত্র একটি গ্রুপ। পরে তাকে গুলি করে হত্যা করার পর মাটি চাপা দিয়ে রাখা হয়। নিহত পুশৈ থোয়াই মারমার মাথার এক পাশে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন পাওয়া গেছে।
পিসিজেএসএস বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক ক্যবামং মারমা জানান, পুশৈ থোয়াই মারমার মৃত্যু সম্পর্কে তারা জানতে পেরেছেন। তবে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
বিডি প্রতিদিন/আবু জাফর