কুষ্টিয়ার খোকসায় বিএনপি নেতার বাড়ির আগুন নেভাতে গিয়ে এক আওয়ামী লীগ নেতার মুখ আগুনে ঝলসে গেছে। কুষ্টিয়ার জেলার খোকসা উপজেলার গোপগ্রামে সোমবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আর এই আগুন নেভাতে গিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান ফারুকের মুখ ঝলসে গেছে। ফারুক আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোপগ্রাম ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
স্থানীয়রা জানান, সোমবার সকালে গোপগ্রাম ইউনিয়ন বিএনপি নেতা শফিকুল ইসলাম শফির বাড়িতে বৈঠক খানায় বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয় লোকজনের সাথে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আগুন নেভানোর চেষ্টা চালান। এক পর্যায়ে বাতাসে আগুনের ঝাপটা লাগে ওই আওয়ামী লীগ নেতার মুখে। পরে খোকসা ফায়ার ষ্টেশনের একটি ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আহত আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান ফারুক গোপগ্রামর আব্দুস ছাত্তারের ছেলে। আগুনে ঝলসে যাওয়া আওয়ামী লীগে নেতা ফারুককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খোকসা ফায়ার ব্রিগেডের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, শট সার্কিট থেকে আগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছিল।
বিডি প্রতিদিন/হিমেল