প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের কটূক্তির প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের দয়াময়ী মোড়ে বিক্ষোভ সমাবেশ করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জামালপুর জেলা শাখা।
সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল হাসান জনি প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, বিএনপি জঙ্গিবাদ, সাম্প্রদায়িক, মুক্তিযুদ্ধের বিরোধী ও সন্ত্রাসীদের দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের অশালীন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহার ও ক্ষমা প্রার্থনার দাবি জানান নেতারা। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ হয়ে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/হিমেল