আগামী ৫ জানুয়ারি ফরিদপুরের সদরপুরের ৯টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে রবিবার মনোনয়নপত্র বাছাই শেষ হয়। এতে তিনজন চেয়ারম্যান প্রার্থী ও একজন সাধারণ সদস্যের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
সংশ্লিষ্ট নির্বাচন রিটানিং কর্মকর্তা সূত্রে জানা গেছে, ১নং চরবিষ্ণপুর ইউনিয়নের ইসলামিক আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহমান মুসুল্লীর মনোনয়নপত্রে ভুল তথ্য থাকায় ও ৩নং নারিকেল বাড়ীয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী এসএম মোস্তাফিজুর রহমান ঋণ খেলাপির দায়ে এবং চরমোনাইর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী সিপাতুল ইসলামের অপ্রাপ্ত বয়স হওয়ায় এ তিনজনের বাছাইপর্বে মনোনয়নপত্র বাতিল করা হয়।
বিডি প্রতিদিন/কালাম