বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শরীয়তপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মহান বিজয় দিবস জাঁকজমকভাবে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হচ্ছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর সূর্য উদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনি দেওয়া হয়। পরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শরীয়তপুরবাসী।
শরীয়তপুরের চৌরঙ্গির মোড় বঙ্গবন্ধু চত্ত্বরে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু ম্যুরালে ও শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, বীর মুক্তিযোদ্ধাগণ, শরীয়তপুরের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, সদর উপজেলা প্রশাসন এবং বেসরকারি সামাজিক নানা সংগঠনসহ সর্বস্তরের মানুষ। জেলার সকল সরকারি বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। আনুষ্ঠানিক ভাবে শরীয়তপুর জেলা স্টেডিয়ামে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক পারভেজ হাসান।
বিডি প্রতিদিন/সালাহ উদ্দীন