নরসিংদীর শিবপুরে প্রতিবেশীর ছুরিকাঘাতে শান্তি বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর মৃত্যু হয়। বুধবার সন্ধ্যায় শিবপুর উপজেলার আয়ুবপুর ইউনিয়নের বংশিরদিয়া গ্রামের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে গত মঙ্গলবার ভোরে আমানল্লাহ নামে এক প্রতিবেশি তাকে ছুরিকাঘাত করে বলে দাবি নিহত নারীর পরিবারের।
নিহত শান্তি বেগম বংশিরদিয়া গ্রামের মৃত ইব্রাহীম মিয়ার স্ত্রী। অভিযুক্ত প্রতিবেশীর নাম আমানুল্লাহ একই এলাকার মোন্তাজ উদ্দিনের ছেলে।
নিহত নারী স্বজন ও স্থানীয় লোকজন বলেন, মঙ্গলবার ভোর পাঁচটার দিকে ফজরের নামাজ আদায়ের সময় প্রতিবেশী আমানুল্লাহ ঘরে ঢুকে শান্তিকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। তার চিৎকার শুনে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়। সেখান থেকে বাড়িতে আনার পর বুধবার সন্ধ্যার দিকে তিনি মারা যান। শিবপুর থানার পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত শান্তি বেগমের ছোট ভাই খন্দকার শরীফ হোসেন বলেন, মৃত্যুর আগে আমার বোন বলে গেছেন, প্রতিবেশী আমানুল্লাহ তাকে ছুরিকাঘাত করেছেন। আমরা তার বক্তব্য ভিডিও করে রেখেছি। তবে আমানুল্লাহ কেন এমনটা করল, তা আপাও বুঝতে পারেন নি, আমরাও বুঝতে পারছি না। আপার সঙ্গে তার কোনো বিরোধ ছিল না।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন মিয়া বলেন, প্রতিবেশী এক ব্যক্তি ওই নারীকে ছুরিকাঘাত করেছেন বলে প্রাথমিকভাবে পুলিশ জেনেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। পরিবারের সদস্যরা লিখিত অভিযোগ দিলে সেটি মামলা হিসেবে নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম