যথাযথ মর্যাদা ও ব্যাপক উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ( ব্রি) বৃহস্পতিবার বিজয় দিবসের কর্মসূচির পালন করেছে। স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বিশেষ মোনাজাত, বর্নাঢ্য র্যালী, আলোকচিত্র ও মুক্তিযুদ্ধভিত্তিক প্রমাণ্যচিত্র প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা।
দিনব্যাপী এসব কর্মসূচিতে ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আবু বকর ছিদ্দিক, পরিচালক ( গবেষণা) ড. মোহাম্মদ খালেকুজ্জামান। এছাড়া বিভাগ ও শাখা প্রধানগণ, ঊর্ধ্বতন বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, শ্রমিকবৃন্দ সকল কর্মসূচিতে অংশ নেন।
বিডি প্রতিদিন/এএম