নানা আয়োজনে পালিত হলো শার্শা ও বেনাপোলে বিজয় দিবসের কর্মসূচি। বৃহস্পতিবার দিনের প্রথম প্রহরে দেশের প্রথম শত্রুমুক্ত শহর বেনাপোল বধ্যভূমিতে গড়ে ওঠা স্মৃতিস্তম্ভতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
দিবসটি উপলক্ষে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, উপজেলা প্রশাসন, বেনাপোল পৌর সভা, বেনাপোল প্রেস ক্লাব, বেনাপোল কাস্টমস, পৌর আওয়ামী লীগ, পৌর বিএনপি, পোট থানা বেনাপোল, বেনাপোল বন্দর, ফায়ার সার্ভিস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন।
বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সকালে পেট্রাপোল বিএসএফ’র কাছে বন্ধুত্বের নিদর্শন উপলক্ষে মিষ্টি হস্তান্তর করেন। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড পতাকা এবং খাবার বিতরণ করেন। বেনাপোল কাস্টমস আয়োজন করে প্রীতি ভলিবল টুর্নামেন্ট।
বিডি প্রতিদিন/এমআই