বাগেরহাট ও মোংলায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে নানা কর্মসূচি পালন করে বাগেরহাট জেলা প্রশাসন, মোংলা বন্দর কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন, পৗরসভা, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান।
মহান বিজয় দিবসের প্রথম প্রহরে মোংলায় স্বাধীনতা স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, স্থানীয় সাংসদ ও বন, পবিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার, মোংলা বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা। বাগেরহাটে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কে এম আরিফুল হকসহ বিভিন্ন সরকারী অফিস, রাজনৈতিক, সামাজিক, সংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান।
এদিকে, মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীর দিনে মোংলা বন্দর এলাকায় নবনির্মিত স্বাধীনতা চত্বর উদ্বোধন করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা। বিজয় দিবসের প্রথম প্রহরে (১৬ ডিসেম্বর) রাত ১২ টা এক মিনিটে মোংলা বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি জাহাজে এক মিনিট বিরতিহীন হুইসেল বাজানো হয়। এছাড়া বিজয় দিবসে মোংলা বন্দর জেটি এবং নৌ বাহিনীর একটি যুদ্ধ জাহাজ সাধারণের দেখার জন্য উন্মুক্ত করে দিয়েছে কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/সালাহ উদ্দীন