টাঙ্গাইলের সখীপুরে বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে পাঁচ শতাধিক মানুষের রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। ডিগ্রি অনার্স মাষ্টার্স স্টুডেন্টস (ডিঅমস) এসোসিয়েশন, আর্ত-সন্ধ্যাণ ব্লাড ফাউন্ডেশন ও সখীপুর ব্লাড ডোনেশন ক্লাব এ আয়োজন করেন।
দিনব্যাপী এ আয়োজনে উপস্থিত ছিলেন ডিঅমস এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মোজাম্মেল হক সজল, সাবেক সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক তারিফ এহসান আকাশ, ব্লাড ডোনেশন ক্লাবের সভাপতি মশিউর আলিফ ও সাধারণ সম্পাদক ইস্তিয়াক আহমেদ, আর্ত-সন্ধ্যাণ ব্লাড ফাউন্ডেশনের সভাপতি বশির উদ্দিন আশিক, সাধারণ সম্পাদক সোহেল রজত, সুমন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন । স্থানীয় কয়েকটি প্রাইভেট হাসপাতালের সহযোগিতায় এ ব্লাড গ্রুপ পরীক্ষার কর্যক্রম পরিচালনা করা হয় ।
বিডি প্রতিদিন/এএ