কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বেড়াখলা গ্রামে একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চালকের মৃত্যু হয়েছে। তার নাম সবুজ (২৪)। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত সবুজের বাড়ি দেবিদ্বার উপজেলার অস্টগ্রামে। তিনি দীর্ঘদিন যাবত ব্রাহ্মণপাড়া এলাকায় ট্রাক্টর চালাতেন। বৃহস্পতিবার ট্রাক্টর নিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর থেকে বেড়াখলা এলাকা দিয়ে যাচ্ছিলেন। ভাঙা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরসহ খালে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
জানা যায়, সবুজ মাত্র এক বছর আগে বিয়ে করেছেন। তার স্ত্রী নয় মাসের অন্তঃসত্ত্বা। তার মৃত্যুতে নিজ এলাকা অস্টগ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
ব্রাহ্মণপাড়া থানার ওসি অপ্পেলা রাজু নাহা বলেন, ঘটনার বিষয়ে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম