নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর প্রচারণার মিছিল শেষে বাড়িতে যাওয়ার পথে পিকআপ থেকে পড়ে দুই স্কুলশিক্ষাথীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও তিনজন।
বুধবার রাতে সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের মনারখিল গ্রামে এ ঘটনা ঘটে।
এদিকে দুই শিশুর মৃত্যুতে পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।
তবে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন বাবলু অভিযোগ অস্বীকার করে বলেন, আমার নির্বাচনী প্রচারণায় নয়, তবে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিজয় র্যালিতে অংশ নেওয়া একটি পিকআপের ড্রাইভার হঠাৎ হার্ড ব্রেক করলে সেটির ডালা খুলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়ভাবে এই ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিকভাবে সহযোতিতা করা হবে বলে আশ্বাস দেন তিনি।
নিহত দুই শিশু হলো- ওই ইউনিয়নের রাউলদিয়া গ্রামের প্রবাসী মোহনের ছেলে মেহেরাজ, সে স্থানীয় ঠেকারহাট হাজী আহম্মদ উল্ল্যা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র মেহেরাজ উদ্দিন (১২) এবং পশ্চিম ব্রহ্মপুর গ্রামের রিকশাচালক সবুজের ছেলে সম্রাট (১১)। সেই স্থানীয় উদয় সাধুরহাট ইকরা প্রি-ক্যাডেট একাডেমির পঞ্চম শ্রেণির ছাত্র।
বৃহস্পতিবার এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দুই শিশুর দাফন সম্পন্ন হয়। এ সময় শিশুদের স্বজনদের কান্নায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। তবে স্থানীয়রাও অনেকে এটা বিজয় র্যালির পিকআপ থেকে পড়ে মারা গেছে বলে দাবি করেন।
পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানিয়েছে, বুধবার রাতে মেহেরাজ, সম্রাট, রাসেলসহ স্থানীয় ৮-১০ জন শিশু-কিশোর বড়দের সাথে পিকআপ ভ্যানে চড়ে চরমটুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন বাবলুর নির্বাচনী মিছিল করছিল। রাত ৮টার দিকে ইউনিয়নের মনারখিল গ্রামে চলন্ত পিকআপের ডালা খুলে ৪/৫ জন শিশু-কিশোর নিচে পড়ে যায়। এ সময় মেহেরাজ পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। গুরুতর আহত অবস্থায় সম্রাটকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়। আহতদের মধ্যে রাসেল ও জয়নাল নামে আরও দুই কিশোরকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন বাবলুর দাবি, তার নির্বাচনী প্রচারণায় পিকআপ থেকে নয়, বিজয় মিছিলের পিকআপ থেকে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
তিনি বলেন, “শিশু কিশোরদেরকে বারবার নিষেধ করার পরও তারা বড়দের সাথে পিকআপপে উঠে পড়ে। এ সময় পিকআপের ভেতরে তাদের উচ্ছ্বাসের এক পর্যায়ে পিকআপের ডালা খুলে গেলে কয়েকজন নিচে পড়ে যায়। এটা একটি দুর্ঘটনা।”
সুধারাম থানার ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, মিছিলের পিকআপ থেকে পড়ে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিশুদের পরিবারের আপত্তির কারণে তাদের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো সম্ভব হয়নি। এ বিষয়ে তাদের পরিবারের কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বিডি প্রতিদিন/কালাম