ভাঙ্গায় পানিতে ডুবে সানজিদ শেখ (৫) নামক এক শিশুর মৃত্যু হয়েছে। সানজিদ শেখ ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দা গ্রামের সুজন শেখের ছেলে। বৃহস্পতিবার দুপুরে বাড়ি সংলগ্ন পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়।
ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিউদ্দিন মোল্লা জানান, বৃহস্পতিবার দুপুরে বাড়ির লোকজনের অজান্তে পুকুরের পানিতে নামে সানজিদ শেখ। তাকে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে তাকে পায়। এরপর ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দুপুর দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএ