নীলফামারীতে উদযাপিত হয়েছে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে ৫০ বার তোপধ্বনির পর জেলা শহরের স্বাধীনতা অম্লান স্মৃতি পুষ্পমাল্য অপর্ণ করা হয়।
জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান পুস্পমাল্য অর্পণ করেন। এরপর পর্যায়ক্রমে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবীর, উপজেলা পরিষদের চেয়াম্যান শাহিদ মাহমুদ, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেস ক্লাব, আওয়ামী লীগ, বিএনপি, সিপিবিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুস্পমাল্য অর্পণ করেন। শেষে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে সকাল ৯টার দিকে বড়মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পুলিশ, আনসার ভিটিপি, স্কাউট, বিএনসিসির কুচকাওয়াজ পরিদর্শণ করে জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী।
এর আগে সকালে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ অন্যান্য স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দুপুরে দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধণা, হাসপাতাল, জেলখানা, এতিমখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীর পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনা ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারে জাতীয় সমৃদ্ধি অর্জণ শীর্ষক আলোচনা সভা, নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সুবর্ণজয়ন্তী এবং মুজিবর্ষের শপথ গ্রহন অনুষ্ঠান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এএ