লালমনিরহাট সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। তার নাম আমিনুল ইসলাম (৫৩)।
বুধবার রাতে সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক বড় ভাই পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার সকালে নিহত আমিনুল ইসলামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট মর্গে পাঠানো হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে ,সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের আলাবকস গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (৫৩) ও বড় ভাই মোবারক ইসলামের (৬০) মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার দিবাগত রাত ১১টার দিকে কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি জড়িয়ে পড়েন তারা। এ সময় বড় ভাই মোবারক ইসলাম ছোট ভাই আমিনুল ইসলামকে লাঠি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তবে নিহতের পরিবারের পক্ষ থেকে রিপোর্ট লেখা পর্যন্ত কোনও অভিযোগ করা হয়নি বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/কালাম