মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীর প্রথম প্রহরে নাটোরে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। এরপর সূর্যদোয়ের সাথে সাথে শহরের স্বাধীনতা চত্বরে শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পপস্তবক অর্পণ করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা।
এরপর শহীদ বেদিদে জেলা পুলিশ, জেলা আওয়ামীলীগসহ সহযোগি সংগঠন এবং সরকারী ও বেসরকারী কর্মকর্তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর স্থানীয় শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে ডিসপ্লে এবং কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএ