রংপুরে বিজয় দিবসের ৫০ বছর যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে। বিজয় দিবসের ভোরে কেন্দ্রীয় শহীদ মিনারে ছিল উপচে পড়া জনতার ঢল। সূর্যোদয়ের পরপরই নগরীর মর্ডান মোড়ে অর্জন স্মৃতিস্তম্ভ অঙ্গনে বিভাগীয় কমিশনার আব্দুল ওহাব ভুঞা, জেলা প্রশাসক আসিব আহসানসহ প্রশাসনের কর্মকর্তারা পুষ্পপস্তবক অর্পণ করেন।
কেন্দ্রীয় শহীদ মিনার ও সুরভি উদ্যানের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার, প্রেস ক্লাব, রিপোর্টাস ক্লাব, জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন, জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠন, জেলা দোকান মালিক সমিতি, মটর মালিক সমিতি, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পন করেন। সকালে বিভিন্ন সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। টাউন হলে মুক্তিযোদ্ধাদের সংর্বধনা দেয়া হয়। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আযোজন করা হয়।
এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলাদা আলদাভাবে বিজয় দিবসের কর্মসূচি পালন করে। নগরীর বিভিন্ন ভবন আলোকসজ্জা করা হয়। এদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
বিডি প্রতিদিন/এএ