পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে সহিংসতার খবর পাওয়া গেছে। রবিবার রাত ৯টার দিকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই সহোদর আহত হয়েছেন। তারা হলেন-তামিম ও ফাহিম। পরে সংবাদ পেয়ে ওই রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানায়, রবিবার রাত ৯টার দিকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ভোলা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মানিক বাঘার বাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে তামিম ও ফাহিম নামে দুই সহোদর গুরুতর আহত হয়।
স্থানীয় অপর একটি সূত্র জানায়, গত কয়েকদিন ধরে আতঙ্ক সৃষ্টি করে এলাকায় আধিপত্য বিস্তারের জন্য রাতের বেলা বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন এবং নৌকার প্রার্থী জহিরের লোকজনই বিভিন্ন স্থানে ককটেল বা চকলেট বোমার বিস্ফোরণ ঘটাচ্ছেন। উভয় প্রার্থীর পাল্টাপাল্টি বোমা বিস্ফোরণের ঘটনায় সাধারণ ভোটারদের মনে আতঙ্ক দেখা দিয়েছে। দিনদিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়ন পরিষদের নির্বাচন।
মানিক বাঘা অভিযোগ করে বলেন, তার ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী জহিরুল ইসলাম জহির গত কয়েকদিন ধরেই তাকে নৌকার পক্ষে কাজ করার অনুরোধ জানিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় রবিবার রাত আনুমানিক ৯টার দিকে নৌকার কর্মী-সমর্থকরা তার বাড়িতে হামলা চালায়। এসময় বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে ওই বাড়ির দুই ছেলে আহত হয়।
তবে নৌকার প্রার্থী জহির হামলার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি জানান, মানিক বাঘার বাড়িতে হামলার বিষয়ে কিছুই জানেন না। বরং স্বতন্ত্র প্রার্থীর লোকজন ইস্যু সৃষ্টির পায়তারা করছে বলে তিনি অভিযোগ করেন।
ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই