মেহেরপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার মেহেরপুর জেলা আনসার ভিডিপি অফিস প্রাঙ্গণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে মেহেরপুর জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের পরিচালক মোল্লা আমজাদ হোসেন ও পুলিশ সুপার রাফিউল আলম।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জেলা কমান্ড্যান্ট রাকিবুল ইসলাম। মেহেরপুর সদর উপজেলা আমসার কর্মকর্তা ইসরাফিল হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন দলনেতা জামিরুল ইসলাম ও দলনেত্রী মৌসুমি খাতুন।
পরে আনসার-ভিডিপিতে বিশেষ অবদান রাখায় নয়জনকে সাইকেল, চারজনকে সেলাই মেশিন, ২০ জনকে ছাতা প্রদানসহ ১৫০ জনকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়।
বিডি প্রতিদিন/কালাম