কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, টেকনাফ মডেল থানা পুলিশের একটি টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় টেকনাফ থানাধীন টেকনাফ পৌরসভার মধ্যম জালিয়াপাড়া এলাকা থেকে মহেশখালিয়া উপজেলার চরপাড়া এলাকার মমতাজ মিয়ার ছেলে ছৈয়দ করিম প্রকাশ হাছন (৩২) কে ৬ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ