রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী আব্দুল মালেকের নির্বাচনী প্রচারণায় হাতবোমা হামলার অভিযোগ উঠেছে। রবিবার দিবাগত রাত ৯টার দিকে বাদুড়িয়ে মধ্যোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার শিকার ইউপি সদস্য প্রার্থী আব্দুল মালেক ইউসুফপুর ইউপির ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এলাকায় আতঙ্ক ছড়াতে প্রভাব বিস্তার করতে প্রতিপক্ষরা এমন ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন তিনি।
আব্দুল মালেক বলেন, “ইউপি সদস্য হিসেবে দীর্ঘ ৫ বছর ধরে জনগণের সেবা করে যাচ্ছি। এবার আমি মোরগ প্রতীক নিয়ে নির্বাচন করছি।”
তিনি বলেন, “জনসংযোগ করে গোবিন্দপুরে তিনটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় বাদুড়িয়া মধ্যোপাড়া কলাবাগান এলাকায় পৌঁছলে পেছন থেকে আমাদের লক্ষ্য করে হাতবোমা ছোড়া হয়। মোটরসাইকেলের পেছনে রাস্তায় ওপর বোমাটি পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়।”
খবর পেয়ে চারঘাট মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসআই আব্দুস সালাম বলেন, বোমা বিস্ফোরণের তেমন কোনও আলামত নেই সেখানে। ধারণা করা হচ্ছে, পটকা ফাটিয়ে আতঙ্ক ছাড়ানোর চেষ্টা করা হয়েছে। এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম