রাজশাহীর দুর্গাপুরে আব্দুল লতিফ মৃধা (৫২) নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এরপর থেকে গ্রেফতার এড়াতে গাঁ ঢাকা দিয়েছেন তিনি। তিনি উপজেলার মাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক পেয়েছেন।
গতকাল সোমবার পঞ্চম ধাপে ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য ভোটে প্রতীক বরাদ্দ হলেও প্রতীক নিতে আসেন নি তিনি। প্রস্তাবকারী সুজন নামের এক ব্যক্তি তার পক্ষে ঘোড়া প্রতীক সংগ্রহ করেছেন উপজেলা নির্বাচন অফিস থেকে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আসাদুজ্জামান। তিনি বলেন, পঞ্চম ধাপে ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে মাড়িয়া ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ। এতে তিনজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে দুইজন সশরীরে প্রতীক নিলেও আসেন নি আব্দুল লতিফ মৃধা। তবে তাঁর বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে কী না, এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান তিনি।
গত ১৪ ডিসেম্বর মাড়িয়া ইউনিয়নের শাকিল আলী নামে এক ছাত্রলীগের কর্মী দুর্গাপুর থানায় তার বিরুদ্ধে মামলাটি করেন। দুর্গাপুর পুঠিয়া আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারাকে নিয়ে ৮ বছর আগে একটি পুরানো বিষয় টেনে সংবাদ সম্মেলনে বক্তব্যে দেওয়ায় তার বিরুদ্ধে এ মামলা করেন। আব্দুল লতিফ মৃধা উপজেলা সৈনিক লীগের সাবেক সভাপতি।
বিডি প্রতিদিন/আবু জাফর