ভুট্টার ফলন বাড়াতে নাটোর সদর উপজেলার ৫০০ কৃষককে বিনামূল্যে দেওয়া হবে উচ্চ ফলনশীল ভুট্টার বীজ। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় চত্বরে ৫০ জন কৃষকের হাতে ভুট্টার বীজ তুলে দেওয়া হয়।
বীজ বিতরণ করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাহমুদুল ফারুক। এসময় সদর উপজেলা কৃষি অফিসার মেহেদুল ইসলাম, বায়ার ফর বাংলাদেশ’র টেরিটরি এক্সিকিউটিভ অফিসার ওবাইদুর রহমান উপস্থিত ছিলেন।
বায়ার ফর বাংলাদেশ ২ কেজি করে ৫০০ জন কৃষককে এই বীজ তুলে দেবেন। হাইব্রিড এই ভুট্টা বীজ অধিক ফলনের পাশাপাশি সমআকৃতির হবে।
বিডি প্রতিদিন/এমআই