বিদ্যুতের সর্ট সার্কিটের অগ্নিকাণ্ডে দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের একটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়েছে। সোমবার দিবাগত গভীর রাতে বীরগঞ্জ শহরের কাজী মার্কেটে তসলিমা হার্ডওয়্যার নামের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দোকান মালিক মো. রেজাউল করিম সাবুল জানান, প্রতিদিনের ন্যায় সোমবার রাত ১০টায় দোকান বন্ধ করে বাড়ি যান তিনি। দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নাইট গার্ড ফোনে দোকানে আগুনে লাগার সংবাদ দেয়। সংবাদ পেয়ে ছুটে এসে আশে-পাশের লোকজনের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে দোকানের ভিতরে গোডাউনে রক্ষিত মালামাল সম্পূর্ণ এবং শো-রুমের আংশিক মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে ৪০লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
প্রাথমিক তদন্তে বিদ্যুতের সর্ট সার্কিট হতে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে বলে জানিয়ে বীরগঞ্জ ফায়ার ষ্টেশনের ওয়ার হাউজ ইন্সেপেক্টর মো. মেরাজ আলী বলেন, তাৎক্ষণিক ভাবে অগ্নিকাণ্ডে ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল