রাজবাড়ীর আদালত ভবনে সাক্ষী সহায়তা সেল হিসেবে সাক্ষীদের জন্য বিশ্রামাগারের (ওয়েটি রুম) উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে রাজবাড়ী আদালত ভবনের নিচতলায় আনুষ্ঠানিকভাবে এই রুমের উদ্বোধন করেন রাজবাড়ী জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা। উদ্বোধনী অনুষ্ঠানে রাজবাড়ী আদালতের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক মঈনুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেব বক্তব্য দেন রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, রাজবাড়ী কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. উজির আলী শেখ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা। তিনি বলেন, ফৌজদারি মামলার কার্যক্রম দ্রুত নিষ্পত্তির জন্য সাক্ষীদের উপস্থিতি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আদালতের ন্যায়বিচার নিশ্চিতকরণের জন্য সাক্ষীগণ সাক্ষ্য দিতে এসে অনেক সময় আদালত চত্বরে বসার কোনো জায়গা পায় না। একটি মামলার কার্যক্রমে সাক্ষীগণ অনেক দূর থেকে এসে মালার দ্রুত বিচার নিষ্পত্তির ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। এসব বিষয় চিন্তা করে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজবাড়ী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন হোসেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুধাংশু শেখর রায়, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) বেগম নাজনীন রেহেনা উপস্থিত ছিলেন।
ওয়েটি রুমে রাজবাড়ী জেলা পুলিশের একজন সহকারি উপ-পরিদর্শকের নেতৃত্বে দুইজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন বলে জেলা পুলিশ সূত্রে জানা যায়।
বিডি প্রতিদিন/ফারজানা