দীর্ঘ ১৭ বছর পর বরগুনা জেলা আওয়ামী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বরগুনা শহীদ মিনার চত্বরে দুপুর সাড়ে ১২টায় জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশসহ যুবলীগ নেতৃবৃন্দ।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামা লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সংসদ সদস্য সুলতানা নাদিরা, যুবলীগের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য সুবাস চন্দ্র হাওলাদার, সভাপতি মণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলামসহ যুবলীগের কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবলীগ সভাপতি কামরুল আহসান মহারাজ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু।
যুবলীগ নেতারা বলেন, যুবলীগ নেতাকর্মীদের পদ-পদবি ব্যবহার করে চাঁদাবাজি করা চলবে না। সততার সাথে মানবকল্যাণে যুবলীগকে রাজনীতি করার আহ্বান জানান যুবলীগ নেতৃবৃন্দ।
এদিকে, সন্ধ্যায় সার্কিট হাউস মিলনায়তনে কাউন্সিলারদের সভায় যুবলীগের নতুন কমিটি গঠন করা হবে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/এমআই