হাইওয়ে বগুড়ার রিজিয়নের পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দীনের নিজস্ব উদ্যোগে দিনাজপুরের দশমাইল হাইওয়ে থানা এলাকায় শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার অসহায় ও গরীব মানুষের মাঝে এসব কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পলিশ সুপার (রংপুর সার্কেল) জাহিদুর রহমান চৌধুরী, দিনাজপুর দশমাইল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামানসহ রংপুর হাইওয়ে সার্কেল, অফিসার ইনচার্জ দশমাইল হাইওয়ে থানা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিডি প্রতিদিন/আরাফাত